
লালমোহন (ভোলা) প্রতিনিধি: ইসলামী ব্যাংকসহ ব্যাংকিংখাতে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে ভোলার লালমোহন উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে পৌরশহরের চৌরাস্তার মোড়ে ‘বৈষম্যবিরোধী চাকরিপ্রত্যাশী পরিষদ’ ও ‘ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম’-এর যৌথ উদ্যোগে এ মানববন্ধন করা হয়।
প্রধান সমন্বয়ক মো. আবুল হাসানের নেতৃত্বে মানববন্ধনে চাকরিপ্রত্যাশী তরুণ, শিক্ষিত বেকার যুবক ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা বলেন, ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত এস. আলম গ্রæপ ইসলামী ব্যাংকসহ দেশের বিভিন্ন ব্যাংকে অবৈধভাবে নিয়োগ দেয়।
এসব নিয়োগ অবিলম্বে বাতিল করে দেশের সকল অঞ্চলে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নতুন করে নিয়োগ দিতে হবে। এছাড়া ব্যাংকিংখাতে স্বচ্ছতা ও আস্থা পুনঃপ্রতিষ্ঠায় সরকারের পাশাপাশি বাংলাদেশ ব্যাংককেও দ্রæত কার্যকর ভূমিকা রাখার আহŸান জানান বক্তারা।