
মোঃমনছুর আলম জেলা প্রতিনিধি ভোলা: ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ৯ নং ওয়ার্ডের কলঘাট এলাকায় চাঁদা না দেয়ায় ফাতেমা গংদের মারধরের অভিযোগ উঠেছে, মোসলেহউদ্দীন পন্ডিত বাহিনীর বিরুদ্ধে। গত শনিবার ৪ অক্টোবর সন্ধ্যা ৬ টার সময় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন, ফাতেমা বেগমের মেয়ে তাহানূর আক্তার।
সোমবার ৬ অক্টোবর সকাল ১১ টার সময় ভোলা প্রেসক্লাবে সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময়, আহত পরিবাররে স্বজনরা জানান, মোসলেহউদ্দিন পন্ডিত বিএনপির ক্ষমতার প্রভাব খাটিয়ে এলাকায় মানুষের কাছ থেকে চাঁদা নেয় গত ৪ অক্টোবর সন্ধ্যায় আমাদের বাসায় এসে চাঁদা দাবী করেন মোসলেহউদ্দিন পন্ডিত।
তবে আমরা চাঁদা না দেওয়ায় ফাতেমা(৭০) রহিমা বেগম(৪৫) লিজা(২১) কে মারধর করা হয়েছে, পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন তারা এখনো ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।এ ঘটনায় ভোলা সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানান তারা।