
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ ইসলামী ব্যাংক বাংলাদেশসহ ব্যাংকিং সেক্টরে অবৈধ ও একতরফা নিয়োগ
বাতিল করে মেধাভিত্তিক নিয়োগের দাবিতে পিরোজপুরের ভান্ডারিয়ায় মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী চাকরি প্রত্যাশী পরিষদ।
সোমবার (৬ অক্টোবর ) সকালে উপজেলার জেলা পরিষদ সুপার মার্কেটের সামনে বৈষম্য বিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদের ব্যানারে এ মানববন্ধনে ইসলামী ব্যাংক সহ ব্যাংকিং সেক্টরের বিশেষ অঞ্চলের একচ্ছত্র অবৈধ নিয়োগ বাতিল করে অবিলম্বে মেধাভিত্তিক নিয়োগের দাবিতে এ মানববন্ধনে বক্তব্য রাখেন গ্রাহক মোঃ নাদিমুল
ইসলাম, সুমি আক্তার সহ অন্যান্যরা।
তারা অভিযোগ করেন, ইসলামী ব্যাংকে দীর্ঘদিন ধরে বিশেষ একটি অঞ্চলের লোকদের একচেটিয়া ও নিয়ম বহির্ভূতভাবে নিয়োগ দিয়েছে, যা দেশের অন্যান্য জেলার মেধাবী প্রার্থীদের প্রতি চরম বৈষম্য তৈরি করছে।
২০১৭ সালে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়ে বছরের পর বছর ইসলামী ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের বিপুল অর্থ আত্মসাৎ করে দেশের অর্থনৈতিক ভিত্তিকে দুর্বল করেছে। অবৈধ নিয়োগ, অর্থ পাচার ও
ব্যাংকিং খাতের নৈতিকতার অপচেষ্টার বিরুদ্ধে অবিলম্বে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।