1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ভোলা-২ আসনে নতুন মুখের সম্ভাবনা দৌড় ঝাপে আছে অনেকে  - Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৩:৪০ পূর্বাহ্ন

ভোলা-২ আসনে নতুন মুখের সম্ভাবনা দৌড় ঝাপে আছে অনেকে 

  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
মোঃমনছুর আলম জেলা প্রতিনিধি ভোলাঃ  ভোলার বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা মিলে ভোলা-২ জাতীয় সংসদের ১১৫ তম আসন। স্বাধীনতার পর থেকে এই আসনে বিভিন্ন রাজনৈতিক দলের হেভিওয়েট প্রার্থীরা নির্বাচন করে আসছেন। তাদের মধ্যে রয়েছেন তোফায়েল আহমেদ চৌধুরী, ভাষা সৈনিক রেজাএ করিম চুন্নু চৌধুরী, শেখ মুজিবুর রহমান, তোফায়েল আহমেদ, মোশারেফ হোসেন শাজাহান, ইউসুফ হোসেন হুমায়ুনসহ আরও অনেকে। তবে আসন্ন ত্রোয়েদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে তেমন কোন হেভিওয়েট প্রার্থীর নাম শোনা যাচ্ছে না। দলের ভিতরে বাহিরে গুঞ্জন রয়েছে এবারের নির্বাচনে এই আসনে সম্পূর্ণ নতুন কোন মুখ বিএনপির মনোনয়ন পেতে যাচ্ছেন।
এরই মধ্যে বিএনপির বেশ কয়েকজন মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রে দৌড়ঝাপ শুরু করে দিয়েছেন। তাদের মধ্যে লবিং গ্রুপিংএর এগিয়ে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ চৌধুরী ফয়সাল। তিনি ভোলার বোহানউদ্দিন উপজেলার ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সন্তান। তিনি স্কুল জীবন থেকেই তার রাজনীতিতে হাতেখড়ি। তৃণমূল পর্যায় থেকে সক্রিয় রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে কেন্দ্রীয় নেতা হয়ে ওঠার গল্পটা বেশ সমৃদ্ধ।
ভোলা -২ আসনের সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা যায়, বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের চৌধুরী পরিবারের সন্তান মোহাম্মদ উল্লাহ চৌধুরী ফয়সাল। ভোলা থেকে নির্বাচিত সাবেক এমএনএ, বরিশাল ডিস্ট্রিক্ট বোর্ডের সাবেক চেয়ারম্যান, ভাষাসৈনিক মরহুম তোফায়েল আহমেদ চৌধুরীর প্রপৌত্র এবং প্রবীন সাংবাদিক মোবাশ্বির উল্লাহ চৌধুরী ও এডভোকেট নিরব চৌধুরীর বড় ভাই মরহুম হাবিবউল্লাহ চৌধুরীর কৃতি সন্তান। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কবি জসিমউদ্দীন হল ছাত্রদলের নেতা ছিলেন।
তিনি সর্বশেষ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক পদ থেকে সরাসরি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন।
মোহাম্মদ উল্লাহ চৌধুরী ফয়সাল তৃনমুল থেকে উঠে আসা একজন তরুণ উদীয়মান প্রতিশ্রুতিশীল নেতা। স্কুল জীবনে রাজনৈতিক পাঠ নেওয়ার পরপরই তিনি জয়নগর মাধ্যমিক বিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেন। এরপর কলেজ ছাত্রদল ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন পদ অলংকৃত করেন।
বর্তমানে স্বেচ্ছাসেবক দলের দায়িত্বে থাকা এই ত্যাগী নেতা দীর্ঘ ৩০ বছরের রাজনৈতিক জীবনে সকল গণতান্ত্রিক আন্দোলনে রাজপথে সক্রিয় ভুমিকা পালন করে আসছেন। ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে দীর্ঘ ১৭ বছর রাজপথে সম্মুখ সরিতে নেতৃত্ব দিয়েছেন। সর্বশেষ ২০২৪ সালের গণঅভ্যুত্থানে অসীম সাহসিকতার সাথে আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন মোহাম্মদ উল্লাহ চৌধুরী ফয়সাল।
আগামী ফেব্রুয়ারির নির্বাচনে মোহাম্মদ উল্লাহ চৌধুরী ফয়সাল বিএনপির মনোনয়ন পাওয়ার জন্য দলের হাইকমান্ডের সাথে নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন। এদিকে ভোলা-২ আসনের বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলায় ব্যপক প্রচারণা চালাচ্ছেন। বিশেষ করে গ্রাম গঞ্জের প্রতিটি হাট বাজারে তার পোস্টার ব্যানারে ছেয়ে গেছে।
মোহাম্মদ উল্লাহ চৌধুরী ফয়সাল জানান, তার পরিবার জেলার অন্যতম রাজনৈতিক পরিবার। এই পরিবারের সাথে এলাকার মানুষের একটি আত্মিক সম্পর্ক রয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি ভোলা-২ আসন থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন। এবং মনোনয়ন পাওয়ার জন্য কাজ করে যাচ্ছেন। তবে তিনি আরও জানান, দলীয় হাইকমান্ড থেকে এই আসনে যাকেই মনোনয়ন দেওয়া হবে, তিনি তার হয়েই কাজ করবেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network