
তজুমদ্দিন প্রতিনিধি। ভোলার তজুমদ্দিনে খাদ্য গুদাম থেকে রাতের আঁধারে চাল সরানোর সময় জনতার হাতে ধরা পড়েছে কালাচান নামে এক শ্রমিক। প্রত্যক্ষদর্শী মোঃ রুবেল ফকির জানান, বুধবার রাত ৮ টার দিকে ২ নং গোডাউন এর তালা খুলে শ্রমিক কালাচান চালের বস্তা বের করেন।
এসময় আমরা তাকে হাতেনাতে ধরি। পরে লোকজন এসে জড়ো হন। এঘটনা শুনে ওসিএলএসডি সরে যান। প্রত্যক্ষদর্শীরা আরো জানান, প্রায় সময়ই গোডাউন কর্তৃপক্ষ সুযোগ মতো চাল সরিয়ে পেলে।
শ্রমিক কালাচান বলেন, স্যারের কাছ থেকে চাবি নিয়ে খাবার জন্য ১ বস্তা চাল বের করার সময় তারা এসে বাঁধা দিলে লোকজন জড়ো হয়। পরে চাল গোডাউনে ডুকিয়ে রাখি। উপ খাদ্য পরিদর্শক মোঃ সোহেলের কাছে চাল বের করার বিষয়ে জানতে চাইলে বলেন, তখন আমি অফিসে ছিলাম না।
এ বিষয়ে জানতে তজুমদ্দিন খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) মোঃ লিয়াকত হোসেন এর কার্যালয়ে গিয়ে তাকে পাওয়া যায়নি। মোবাইলে ফোন দিলে পরে কথা বলবেন বলে ফোন কেটে দেন।