
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম মডেল স্কুল এন্ড কলেজ মাঠে আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে জেলা ছাত্রদল সভাপতি আরিফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিএনপির কেন্দ্রীয় কমিটির সস সাংগঠনিক সম্পাদক ও বরিশাল বিএম কলেজের সাবেক ভিপি মাহবুবুল হক নান্নু।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মানিক হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজাদুর রহমান আজাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেদায়েতুল ইসলাম সোহেল, যুবদলের যুগ্ম আহ্বায়ক পান্নু খান, জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু, সাবেক ছাত্রদল নেতা, ও বিশিষ্ট ব্যবসায়ী এমদাদুল হক সুমন, স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ মাসুম সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মাহবুবুল হক নান্নু বলেন, খেলা ধুলা শরীর ও মন ভালো থাকে। যুবসমাজকে খেলাধুলা চর্চা করতে হবে। মাদক ও নেশা থেকে খেলাধুলা যুবসমাজকে রক্ষা করতে পারে। আরাফাত রহমান কোকো একজন খেলাধুলা প্রেমী লোক ছিলেন।