1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
লালমোহনে সিঁধেল চোর আতঙ্ক, নির্ঘুম রাত কাটছে মানুষের - Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৩:৩৭ পূর্বাহ্ন

লালমোহনে সিঁধেল চোর আতঙ্ক, নির্ঘুম রাত কাটছে মানুষের

  • আপডেট সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় আশঙ্কাজনকভাবে বেড়েছে সিঁধেল চুরির ঘটনা। সর্বশেষ শুক্রবার রাতেও উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চরমোল্লাজী এলাকার একই বাড়ির দুই বসতঘরসহ তিন ঘরে সিঁধ কেটে চুরির ঘটনা ঘটেছে।

চোর চক্র সিঁধ কেটে ঘরে ঢুকে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, আসবাবপত্রসহ প্রয়োজনীয় মালামাল নিয়ে গেছে। মাসখানেক ধরে এই উপজেলায় সিঁধেল চুরির ঘটনা ব্যাপকভাবে বেড়েছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন মানুষজন।

জানা গেছে, এরআগে গত বুধবার রাতেও লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের পূর্ব চরউমেদ এলাকার ডা. আজাহার উদ্দিন সড়কের পূর্ব মাথায় সৌদি আরব প্রবাসী মনিরের বসতঘর, খালেক মিয়া বাড়ির মো. গিয়াস উদ্দিনের বসতঘর, অটোরিকশা চালক মো. ফরিদের বসতঘর, অজিউল্লাহ মিয়া বাড়ির জামালের বসতঘরে সিঁধ কেটে চুরির ঘটনা ঘটেছে। হঠাৎ করে এমন সিঁধেল চুরির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসী। এজন্য নির্ঘুম রাত কাটছে তাদের।

সংঘবদ্ধ চোর চক্র সনাতন পদ্ধতিতে শাবল বা খুন্তি দিয়ে ঘরের পিড়ায় সুড়ঙ্গ করে এসব চুরির ঘটনা ঘটাচ্ছে। উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চরমোল্লাজী এলাকার মৃত মো. বাচ্চু মিয়ার বাড়িতেও চুরির ঘটনা ঘটে। তার স্ত্রী জুলেখা বেগম বলেন, আমি ঘরে পুত্রবধূ ও মেয়েকে নিয়ে থাকি।

শুক্রবার রাত ১১ টার দিকে খাবার খেয়ে সবাই মিলে ঘুমিয়ে পড়ি। এরপর সকালে উঠে দেখি ঘরের ভেতরের মালামাল এলেমেলো হয়ে পড়ে রয়েছে। তারপর ঘরের পেছনে গিয়ে দেখি পিড়ায় সুরঙ্গ করা। তখন বুঝতে পারি ঘরে চোর ঢুকেছে। ওই চোরের দল আমার ঘর থেকে শাড়ি-কাপড় ও সয়াবিন তেল নিয়ে গেছে।

এরআগেও আমার এই ঘরে তিনবার একইভাবে চুরির ঘটনা ঘটেছে। এ ছাড়া একই রাতে আমার দেবরের ঘরেও চুরি হয়েছে। তার ঘর থেকে সোলারের ব্যাটারি নিয়ে গেছে চোরের দল। রমাগঞ্জ ইউনিয়নের পূর্ব চরউমেদ এলাকার ভুক্তভোগী মো. গিয়াস উদ্দিন জানান, গত বুধবার গভীর রাতে আমার ঘরের সিঁধ কেটে ভেতরে প্রবেশ করে চোর চক্র।

তারা ভেতরে প্রবেশ করে একটি স্মার্টফোন ও নগদ কয়েক হাজার টাকা নিয়ে গেছে। আমার ধারণা; এই চুরির সঙ্গে এলাকার জুয়াড়ি এবং মাদকসেবীরা জড়িত। তাদের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি। এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, সিঁধেল চুরির ঘটনা তুলনামূলকভাবে কিছুটা বেড়েছে।

বিভিন্ন মাধ্যমে ঘটনাগুলো জানতে পেরে আমরা বিশেষ অভিযান চালাচ্ছি। এরইমধ্যে চারজন চোরকে আটক করা হয়েছে। সামনে যেন এ ধরনের ঘটনা ঘটতে না পারে সেজন্য আমরা এলাকাবাসীর মধ্যে সচেতনতা বাড়াতেও কাজ করছি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network