
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কলাপাড়া উপজেলার ২নং টিয়াখালী ইউনিয়ন শাখার পরিচিতি ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় উত্তর টিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন বাদল মৃধা। প্রধান বক্তা ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ঢালী মোঃ রুহুল আমীন অভি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিয়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি তোফাজ্জেল হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক জসিম উদ্দীন প্যাদা, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান ফোরকান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন গাজী, মোঃ শহিদুল ইসলাম মাস্টার, মোঃ আজিম তালুকদার ও স্বেচ্ছাসেবক নেতা মোঃ লিটন গাজী।
পরিচিতি ও সাংগঠনিক সভা সভাপতিত্ব করেন টিয়াখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মিরাজ শরীফ এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মোঃ লিটন আকন। বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে কলাপাড়া উপজেলার স্বেচ্ছাসেবক দল ঐক্যবদ্ধভাবে কাজ করবে এবং পটুয়াখালী-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেনকে বিজয়ী করতে সর্বোচ্চ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।