
নিহত সালাউদ্দিন চরফ্যাশন উপজেলার আবুবকরপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শাহজাহান আলীর ছেলে। নিহতের সালা বেলাল ফরাজি বলেন, আমার দুলাভাই দীর্ঘদিন ধরে গাছ কাটার পেশায় নিয়োজিত ছিলেন। রোববার সকালে তিনি চরফ্যাশন সরকারি কলেজের সামনে বারেক মাওলানার বাড়িতে গাছ কাটতে যান।
বিকেল ৩টার দিকে প্রতিবেশীদের কাছ থেকে শুনি তিনি গাছ কাটার সময় পড়ে গেছেন এবং হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতালে গিয়ে দেখি আমার দুলাভাই সালাউদ্দিনের মরদেহ বেডে পড়ে আছে। চিকিৎসক জানান, তিনি মারা গেছেন। দুলাভাইকে উদ্ধার করা তার সহকর্মীরা হাসপাতালে ভর্তি করিয়ে দ্রুত চলে যান।
নিহতের ভাই আব্দুল মজিদ বলেন, কারো বিরুদ্ধে আমাদের আপাতত কোনো অভিযোগ নেই। মরদেহ বাড়িতে নেওয়ার চেষ্টা চলছে। চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মাকলুকুর রহমান জানান,নিহত সালাউদ্দিনকে তার সহকর্মী খোরশেদ হাসপাতালে নিয়ে আসেন, কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান।
চরফ্যাশন থানার ডিউটি অফিসার এস আই মো. সাইফুল ইসলাম বলেন, পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।