
সোমবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১২ টার দিকে চরফ্যাশন ডাক বাংলোতে এসব শাড়ী বিতরণ করা হয়। অনুষ্ঠানে নুরুল ইসলাম নয়ন বলেন, আমরা রাজনীতি করি মানুষের কল্যানের জন্য। ধর্ম যার যার, উৎসব সবার। এই বিশ্বাস থেকেই হিন্দু সম্প্রদায়ের নারীদের মাঝে সামান্য ভালোবাসার উপহার তুলে দিয়েছি। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।
শাড়ি বিতরণ অনুষ্ঠানে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। উপজেলা নেতৃবৃন্দ এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এটি সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক।
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের মাঝে ভালোবাসা ও সৌহার্দ্য বৃদ্ধি পায়। এক উপকারভোগী নারী বলেন, পূজার পর এমন উপহার পেয়ে আমরা সত্যিই আনন্দিত। নুরুল ইসলাম নয়ন ভাইয়ের জন্য অনেক দোয়া রইল।