
ভোলা প্রতিনিধি// ভোলায় বিএনপির মামলায় সাবেক উপমন্ত্রী সহ সেচ্ছাসেবক নেতা কারাগারে ১৩/১০/২৫ তারিখ ভোলা জেলা ও দ্বায়রা জজ আদালতে অতিরিক্ত ভোলা জেলা ও দায়রা জজ এবং ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ জনাব ফারুক উদ্দিন ভোলা জেলা বিএনপির অফিস ভাংচুর মামলা জিআর ৬৭২/২৫ এর আসামি সাবেক উপমন্ত্রী আব্দুল আল ইসলাম জেকবের জামিন না মন্জুর করেন এবং অদ্য ১৪/১০/২৫ তারিখ সাবেক এমপি হাফিজ ইব্রাহীমকে লাঞ্ছিত করার মামলা নং জিআর ৫২১/২৪ আসামি ছাত্রলীগের সাবেক সভাপতি সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবিদুল আলমের জামিন না মন্জুর করেন অতিরিক্ত জেলা ও দায়রাজজ এবং ভারপ্রাপ্ত জেলা ও দায়রাজজ, জনাব ফারুক উদ্দিন।
তথ্যটি নিশ্চিত করেন,ভোলা জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট আমিরুল ইসলাম বাসেত।