
মোঃমনছুর আলম জেলা প্রতিনিধি ভোলাঃ পি আর পদ্ধতিতে নির্বাচন সহ ৫ দফা দাবিতে ভোলায় মানববন্ধন করে বাংলাদেশ জামায়াতে ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। কেন্দ্রের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার সকালে পৃথক পৃথক ভাবে ৫ দফা দাবিতে এই মানববন্ধন করে।
ভোলা বাংলা স্কুল মোড় থেকে কালীনাথ রায়ের বাজার পর্যন্ত এই দুই কিলোমিটার দলীয় নেতাকর্মীরা লাইনে দাঁড়িয়ে মানববন্ধনে অংশ গ্রহণ করে। মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমির মাস্টার জাকির হোসাইন, নায়েবে আমির ভোলা-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম ও মোঃ তরিকুল ইসলাম, ইসলামি আন্দোলন বাংলাদেশ সাধারণ সম্পাদক ভোলা জেলা শাখা সহ দলীয় নেতা কর্মীরা।