
লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহনে দীর্ঘ ১০ মাস পর নতুন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)
হিসেবে মো. রেজওয়ানুল হককে পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
নতুন পদায়নকৃত লালমোহন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেজওয়ানুল হক এর আগে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন।
তিনি বলেন, আগামী রোববার অফিশিয়ালভাবে দায়িত্বগ্রহণ করবো। এরপর আইনের মধ্যে থেকে জনগণের সেবা নিশ্চিতের জন্য সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভূমি অফিসে সেবা নিতে এসে কাউকে যেন ভোগান্তিতে পড়তে
না হয় সেদিকেও গুরুত্ব দেবো।
প্রসঙ্গত, এরআগে ২০২৪ সালের ১৮ই ডিসেম্বর থেকে লালমোহন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর অতিরিক্ত দায়িত্ব পালন করেছিলেন ইউএনও মো. শাহ আজিজ। তিনি বিগত ১০ মাস ধরে ভূমি অফিসের সেবাপ্রত্যাশীদের নিরলসভাবে সেবা দিয়েছেন।