
লালমোহন (ভোলা) প্রতিনিধি: সিরাজুল ইসলাম ধলীগৌরনগর বীরবিক্রম ডিগ্রি কলেজের ডিগ্রি ১ম বর্ষে অধ্যয়নরত একজন নিয়মিত ছাত্র।
আর্থিক অস্বচ্ছলতা আর পারিবারিক ঋণের বোঝায় লেখাপড়া বন্ধের উপক্রম হয়। সিদ্ধান্ত নিয়েছেন আর লেখাপড়া করবেন না। তা-ই হন্য হয়ে চাকুরি খুজছিলেন। তাঁর এমন সিদ্ধান্তের খবর শুনেন কলেজটির ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন নয়ন। তিনি সামাজিক ও মানবিক দায়িত্ববোধ থেকে তাঁর পাশে এসে দাড়ান। কলেজটির অধ্যক্ষ বরাবর আবেদন করে সিরাজের লেখাপড়ায় সহায়তার আবেদন জানান এবং কলেজে তাঁর বেতন ও পরীক্ষার ফরমফিলাপের টাকা মওকুফের ব্যবস্থা করেন। নয়নের এমন দায়িত্বশীল ভূমিকার কারণে কলেজে সকল ছাত্র- ছাত্রীদের ভূয়সী প্রশংসা অর্জন করেন। এসময় শিক্ষার্থীরা বলেন, নয়নের এই মানবিক পদক্ষেপ সিরাজের ভবিষ্যৎ গড়ে তুলতে সহায়তা করবে। সমাজে যদি আরও অনেক মানুষ এভাবে এগিয়ে আসে, তবে কোনো শিক্ষার্থী আর দারিদ্র্যের কারণে পড়াশোনা থেকে বঞ্চিত হবে না।
ছাত্র নেতা নয়ন বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। আমার নেতা মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম অসহায় ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়ানোর নির্দেশ প্রদান করেছেন। সে আলোকে সিরাজকে আমার ছোট ভাই মনে করে আমি ভাই হয়ে তার পাশে দাঁড়িয়েছি। তিনি ভবিষ্যতেও শিক্ষার উন্নয়নে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সিরাজ বলেন, দুঃসময়ে আমার পাশে দাঁড়ানোর জন্য নয়ন ভাইয়ের কাছে আমি কৃতজ্ঞ। যাদের পরিবারের আর্থিক অবস্থা খারাপ তাদের পাশে যদি এভাবে ছাত্র সংগঠনের ভাইয়েরা দাঁড়ায়, তাহলে পড়াশোনা চালিয়ে যেতে তাদের বিঘ্ন ঘটবে না বলে মনে করি। আর এতে আমাদের ক্যাম্পাসে সুন্দর ও সুষ্ঠু পরিবেশ বিরাজ করবে।