
লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহনে সেবা ও দক্ষতার সমন্বয়ে নবপ্রতিষ্ঠিত এসটিএস ডায়াগনস্টিক সেন্টার–এর নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়েছে।
আজ শনিবার (১৮ অক্টোবর) সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত চলে সাক্ষাৎকার পর্ব। ১০টি পদে নিয়োগের জন্য শতাধিক প্রার্থী এতে অংশ নেন।
নিয়োগ কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে তিনটি পৃথক বোর্ড গঠন করা হয়। সারাদিনব্যাপী সাক্ষাৎকার শেষে নিয়োগ কমিটি চূড়ান্ত ও ওয়েটিং তালিকা প্রস্তুত করে চেয়ারম্যানের কাছে হস্তান্তর করেছে।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নিজামুল হক নাইম বলেন, “আমরা চেষ্টা করেছি সম্পূর্ণ নিরপেক্ষ ও যোগ্যতাভিত্তিক নিয়োগ দিতে। মেধা ও দক্ষতাই হবে নির্বাচনের মূল মানদণ্ড।”
ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী শাহে আলম বলেন, “সেবা ও দক্ষতার সমন্বিত প্রয়াসে এসটিএস ডায়াগনস্টিক সেন্টার কাজ করছে। আমরা শুধু কর্মী নিচ্ছি না, বরং একটি নিবেদিতপ্রাণ স্বাস্থ্যসেবা দল গড়ে তুলতে চাই।”
প্রতিষ্ঠান–সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, যাচাই–বাছাই শেষে আগামী সপ্তাহেই নিয়োগ প্রাপ্তদের নাম প্রকাশ করা হবে।