1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশাল বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীকে বহিষ্কার - Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৯:০৪ অপরাহ্ন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীকে বহিষ্কার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক// বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলা কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় চার শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি আরও ২১ শিক্ষার্থীকে তাদের অভিভাবকদের সঙ্গে উপস্থিত হয়ে মুচলেকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

 

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীনের স্বাক্ষরিত অফিস আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়।

 

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন— একাউন্টিং বিভাগের তরিকুল ইসলাম নয়ন (২০২২-২৩ সেশন), মার্কেটিং বিভাগের শাহারিয়ার শাওন (২০২০-২১ সেশন), অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের মো. শাওন শেখ (২০২২-২৩ সেশন) এবং একই বিভাগের সাজ্জাদ হোসেন (২০২৩-২৪ সেশন)।

 

এর মধ্যে তরিকুল ইসলাম নয়নকে ছয় মাসের বহিষ্কার বা ৪০ হাজার টাকা জরিমানা, শাহারিয়ার শাওনকে ছয় মাসের বহিষ্কার বা ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অপর দুই শিক্ষার্থী— শাওন শেখ ও সাজ্জাদ হোসেনকে ছয় মাস বা এক সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে।

 

এ ছাড়া মার্কেটিং বিভাগের ১০ জন এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ১১ জন শিক্ষার্থীকে তাদের অভিভাবকসহ আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রক্টরের কাছে হাজির হয়ে মুচলেকা জমা দিতে বলা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে মুচলেকা না দিলে তাদের চলমান শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

 

গত ১২ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় সংলগ্ন নির্মাণাধীন বিটাক ভবনের বালুর মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উপাচার্যসহ ১৪ জন আহত হন।

 

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন জানান, তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network