
ঝালকাঠি প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমিরে জামায়াত নির্বাচন উপলক্ষে ঝালকাঠিতে জেলা জামায়াতে সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) সকালে শহরের পূর্ব চাঁদকাঠী একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিধি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বরিশাল অঞ্চলের টিম সদস্য এ কে এম ফখরুদ্দিন খান রাযী।
সম্মেলনে সভাপতিত্ব করেন জামায়াতের ঝালকাঠি জেলা আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান। এ সময় জেলা জামায়াতের সেক্রেটারি ফরিদুল হক, ঝালকাঠি-২ আসনের জামায়াতের এমপি প্রার্থী শেখ নেয়ামুল করিমসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। পরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির নির্বাচনে ঝালকাঠিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শুধু জেলা জামায়াতের রোকনরা (সদস্য) এই ভোট প্রদান করেন।
সদস্য সম্মেলনে বক্তারা বলেন, আগামী জাতীয় নির্বাচনে কাউকে ভোট কাটতে দেওয়া হবে না। অরাজনৈতিক সাধারণ ভোটারদের ভোট যেদিকে যাবে সে পাল্লাই ভারী হবে। মাঠে-মযদানে ঘুরে আমরা বুঝতে পেরেছি এবারের নির্বাচনে দেশের সাধারণ মানুষ জামায়াতকেই নির্বচিত করবে।