
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের ভাÐারিয়া উপজেলার ১ নম্বর ভিটাবাড়িয়া ইউনিয়নের মনির মীরের বাড়িতে ডাকাতির সময় স্থানীয়দের হাতে আল আমিন নামে এক ডাকাত আটক হয়েছেন। এসময় আরো দুই ডাকাত পালিয়ে যায়।
ঘটনাটি ঘটেছে সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৮টার দিকে উপজেলার ১ নম্বর ভিটাবাড়িয়া ইনিয়নের ৫ নং ওয়ার্ডের মধ্য ভিটাবাড়িয়া গ্রামে। মনির মীরের ছোট ভাই সুমন মীর জানান, মনির মিরা তার সন্তানের চিকিৎসার জন্য স্ত্রী ও সন্তানসহ ঢাকায় অবস্থান করছেন।
এ সুযোগে একদল ডাকাত তাদের বাড়ির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় পাশের বাড়িতে থাকা মনির মীরের মা জাহানারা বেগম বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করেন। তার চিৎকারে স্থানীয় লোকজন দ্রæত ছুটে এসে আল আমিন কে হাতেনাতে আটক করে।
পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। স্থানীয়দের অভিযোগ, আটক আল আমিন বিভিন্ন সময় এলাকায় চুরি ও ডাকাতির সঙ্গে জড়িত ছিল। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভাÐারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন জানায়, আল আমিনকে আদালতে প্রেরণ করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং পলাতক অন্যান্যদের ধরতে অভিযান চলছে।