
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুর-২ (ভান্ডারিয়া, কাউখালী, নেছারাবাদ) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও ভা-ারিয়া উপজেলা বিএনপির সভাপতি আহমদ সোহেল মনজুর সুমন বলেছেন, “ভান্ডারিয়াকে একটি দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত, সচেতন ও কল্যাণমুখী উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। সেই যাত্রায় সাংবাদিকদের সৎ, সাহসী ভূমিকা অপরিহার্য।
তিনি বলেন, “একটি সুন্দর, মানবিক ও কল্যাণমুখী ভান্ডারিয়া গড়তে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি যদি দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত হই, তবে জনকল্যাণে সাংবাদিকদের পাশে নিয়ে দুর্নীতি, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে কাজ করবো।
বুধবার (২৯ অক্টোবর) রাতে ভান্ডারিয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় প্রেসক্লাব সভাপতি মো. শফিকুল ইসলাম মিলন এর সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন আকন, পৌর বিএনপির আহ্বায়ক আ. মান্নান হাওলাদার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম মলাদ জোমাদ্দার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রিয়াজ মাহমুদ মিঠু, গণমাধ্যমকর্মী অধ্যাপক বশীর উদ্দীন ও মো. তরিকুল ইসলাম প্রমুখ।
আলোচনা শেষে আহমদ সোহেল মঞ্জুর সুমন তার ব্যক্তিগত তহবিল থেকে প্রেসক্লাব উন্নয়নের জন্য ২ লক্ষ টাকার অনুদানের চেক প্রদান করেন।