
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের ইন্দুরকানীতে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড অধিনস্থ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি. (ইউসিসিএ) এর সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান মো. ফায়জুল কবির তালুকদার।
বৃহস্পতিবার উপজেলা সভাকক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মো. সোহেল রানার সভাপতিত্বে এ নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়।
এর আগে নির্বাচন কমিটি ২৯ সেপ্টেম্বরের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী ৬ অক্টোবর মনোনয়নপত্র সংগ্রহের তারিখ নির্ধারিত ছিল।
৫১টি কৃষক সমবায় সমিতির নেতৃবৃন্দের উপস্থিতিতে সভাপতি পদে একাধিক প্রার্থী না থাকায় মো. ফায়জুল কবির তালুকদারকে বিনা প্রতিদ্বন্দিতায় সভাপতি ঘোষণা করা হয়। কমিটিতে বিনা প্রতিদ্বন্দিতায় সহ-সভাপতি পদে মো. জাকির হোসেনসহ ৬ জন সদস্য নির্বাচিত হন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফরিদ আহম্মেদ, উপজেলা কৃষি অফিসার মো. মনিরুজ্জমান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আলমগীর কবির মান্নু, সাংগঠনিক সম্পাদক এইচ এম ফারুক হোসাইন, সদর ইউপি চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার, পাড়েরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নজরুল ইসলাম হাং, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল-আমিন হোসেন, চন্ডিপুর কৃষক সমবায় সমিতির সদস্য শাহাদাৎ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সভাপতি কবির হোসেন খান, হাফিজুল কবির তালুকদার, সাধারণ সম্পাদক জাকির হোসেন, মোঃ সাফায়েত হোসেন, মোঃ হেমায়েত হোসেন, হেলাল উদ্দিন, উপজেলা যুবদলের সভাপতি আতিকুর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন সদাবিকা মাঠ সহকারী মোঃ মনিরুজ্জামান খান।
নবনির্বাচিত সভাপতি মো. ফায়জুল কবির তালুকদার জানান, আমাকে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত করার জন্য সমিতির সদস্যদের প্রতি আমি কৃতজ্ঞ। সমিতির মান উন্নয়নে আমি যথাসাধ্য চেষ্টা করবো। গ্রামীণ অর্থনীতিকে টেকসইভাবে উন্নয়ন করার লক্ষ্যে প্রান্তিক জনগোষ্ঠীকে সমবায়ের মাধ্যমে বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করে স্বাবলম্বি করার চেষ্টা করবো।