
মোঃমনছুর আলম জেলা প্রতিনিধি, ভোলা।। ভোলায় বিএনপি ও বিজেপি নেতাকর্মীদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১ নভেম্বর) দুপুর একটার দিকে শহরের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে সাংবাদিক, পুলিশসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বিএনপি ও বিজেপি উভয় পক্ষ পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করে। বিএনপির কর্মীরা বাংলা স্কুল মোড়ে পৌঁছালে সেখানে অবস্থান নেয়া বিজেপির নেতাকর্মীদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। মুহূর্তেই তা সংঘর্ষে রূপ নেয়। উভয় পক্ষ একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে, এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিজেপির অভিযোগ, সংঘর্ষের সময় বিএনপির নেতাকর্মীরা তাদের জেলা কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে, ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলে দেয়।
অপর দিকে জেলা বিএনপি সংবাদ সম্মেলন করে বলেন বিজেপি যে অভিযোগ করেছে সব মিথ্যা আহতদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।