1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
সচেতন ভোটার ছাড়া যোগ্য এমপি পাওয়া সম্ভব নয়: ব্যারিস্টার ফুয়াদ - Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৯:০৪ অপরাহ্ন

সচেতন ভোটার ছাড়া যোগ্য এমপি পাওয়া সম্ভব নয়: ব্যারিস্টার ফুয়াদ

  • আপডেট সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

 

ঝালকাঠি প্রতিনিধি।। এবি পার্টির সাধারন সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন সচেতন ভোটার ছাড়া যোগ্য এমপি পাওয়া সম্ভব নয়। কারণ যোগ্য ভোটার যোগ্য প্রার্থী নির্বাচন করতে পারেন। তাই ভোটারদের সচেতন করে তুলতে হবে। আমরা শতভাগ পি আরএ বিশ্বাসীনা। তবে একশো আসনে পিআর হলে ভালোব্য হয়। দুই কক্ষ বিশিষ্ট সংসদের বিষয়ও তিনি দ্বিমত পোষন করে বলেন আমরা একটি কক্ষ চাই। প্রয়োজনে সংরক্ষিত আসন ৫০ থেকে বাড়িয়ে ১০০ করা যেতে পারে।

 

 

সেখানে মহিলা ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশাসহ পিছিয়ে পরা মানুষদের অন্তর্ভুক্ত করা যেতে পারে। তিনি রবিবার বিকেলে ঝালকাঠি প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন। উচ্চ কক্ষে পিআর হলে এমপি বেচাকেনা হবে বলে তিনি মন্তব্য করেন।

 

ব্যারিষ্টার ফুয়াদ আরো বলেন নির্বাচনের পরে গনভোট হলে জটিলতা বাড়বে। নির্বাচন কমিশনের সক্ষমতা প্রমানের জন্য জাতীয় নির্বাচনের আগে একটি হলেও স্থানীয় নির্বাচন করা উচিত ছিলো। অন্তর্বতী সরকার কেমন দখছেন, সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে ফুয়াদ বলেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরে ইউনুস সরকারকে আমি সফল বলে মনে করি।

 

মতবিনিময় সভায় এ সময় আরো উপস্থিত ছিলেন এবি পার্টির ঝালকাঠি – ০২ আসনের এমপি প্রার্থী শেখ জামাল হোসেন, এবি পার্টির ঝালকাঠি জেলা আহবায়ক মো. জামাল হাওলাদার ও সদস্য সচিব জাহিদ হোসেন বশিরসহ দলীয় নেতাকর্মীরা। মতবিনিময় সভায় বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network