
নিজস্ব প্রতিবেদক : দেশের মাদরাসা শিক্ষক-কর্মচারীদের একমাত্র অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন বেসরকারি শিক্ষক-কর্মচারিদের চাকরি জাতীয়করণের দাবিতে বরিশাল অঞ্চলের প্রতিনিধি সম্মেলন আগামী ১৮ নভেম্বর মঙ্গলবার বরিশাল শিল্পকলা একাডেমিতে সকাল ১০ ঘটিকায় অনুষ্ঠিত হবে। বরিশাল অঞ্চলের মহানগর, ৬টি জেলা ও ৪১টি উপজেলা থেকে জমিয়াতুল মোদার্রেছীনের প্রতিনিধিগণ অংশগ্রহণ করবেন।
সে সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে ভোলা জেলা জমিয়াতুল মোদার্রেছীন বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১০ ঘটিকায় ভোলা দারুল হাদিস কামিল( স্নাতকোত্তর)মাদরাসার হল রুমে জেলা ৭টি উপজেলার জামিয়াতুল মোদার্রেছীনের নেতৃবৃন্দের সমন্বয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন ভোলা জেলা সভাপতি ও বোরহানউদ্দিন কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা এ বি এম আহমদ উল্লাহ আনছারীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও বরিশাল অঞ্চলের সমন্বয় কমিটির সদস্য সচিব, জামিয়াতুল মোদার্রেছীনের জেলা কমিটির সাধারণ সম্পাদক এবং ভোলা দারুল হাদিস কামিল (স্নাতকোত্তর) মাদরাসার উপাধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম।
প্রধান অতিথি আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম তার বক্তব্যে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের ইতিহাস তুলে ধরে বলেন, জমিয়াতুল মোদাররেছীন প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত দ্বীনি শিক্ষা তথা মাদরাসা শিক্ষা ও শিক্ষকদের সুযোগ সুবিধা উন্নয়ন ও সমৃদ্ধি যা কিছু হয়েছে সবাই জমিয়াতুল মোদার্রেছীনের অবদান। ইদানিং লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন সভা-সেমিনারের আয়োজন করে জমিয়তের সমালোচনা করা হচ্ছে। জমিয়তের অর্জন,অবদান ও আদর্শকে অস্বীকার করছেন একদল আলেম ও শিক্ষক।অথচ সে আলেম দ্বীনি ইলেম শিক্ষা করে যে পর্যায়ে এসেছেন সেটিও জমিয়তের অবদান। জমিয়ত এপর্যন্ত মাদরাসা শিক্ষাকে যা দিয়েছে তা অস্বীকার করা নেমকহারামীর শামিল।
প্রধান অতিথি বলেন, নতুন প্রজন্ম বিশেষ করে মাদরাসা শিক্ষার সাথে সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের জমিয়তের ইতিহাস অবগত হওয়া ও স্মরণ রাখা প্রয়োজন। এ সময় তিনি জমিয়াতুল মোদার্রেছীন সকল বেসরকারি শিক্ষক-কর্মচারিদের চাকরি জাতীয়করণ দাবি করছে। ২০১৮ সনের ২৭ জানুয়ারি জমিয়াতুল মোদার্রেছীনের আহ্বানে সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক শিক্ষক সন্মেলন করে প্রথম শিক্ষক-কর্মচারিদের চাকরি জাতীয়করণের দাবি জনানো হয়। জমিয়তের একদফা দাবি শিক্ষক-কর্মচারিদের চাকরি জাতীয়করণ।
তিনি বলেন, বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীনের সভাপতি ও দৈনিক ইনকিলাব সম্পাদক আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীন সাহেব ও সংগঠনের সুযোগ্য মহাসচিব অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা সাব্বির আহমেদ মোমতাজী সাহেবের নেতৃত্বে জমিয়াতুল মোদার্রেছীনের মাধ্যমেই বেসরকারি শিক্ষক-কর্মচারিদের চাকরি জাতীয়করণ হবে ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, মাদরাসা শিক্ষার এই সাফল্য ম্লান করে দিতে একটি গোষ্ঠী কাজ করছে। মাদরাসা শিক্ষকদের ঐক্য নষ্ট করার জন্য নামে-বেনামে ভুঁইফোড় ফেসবুক সর্বস্ব সংগঠন হয়েছে, যাদের কোন অস্তিত্ব নেই। যে ঐক্যের ভিত্তিতে দাবী দাওয়া পূরণ হয়েছে তারা মাদরাসা শিক্ষকদের সেই ঐক্য বিনষ্ট করার চক্রান্ত করছে।
তাদের জানা উচিত, জমিয়াতুল মোদার্রেছীনের বিরুদ্ধে অতীতে অনেক ষড়যন্ত্র করেছেন,বিরোদীতা করেছেন,আলিয়া মাদরাসার ধারার বিরুদ্ধে করেছেন কিন্তু কোন কিছুই টিকে নাই। জমিয়াতুল মোদাররেছীন ও আলিয়া মাদরাসা ধারাই টিকে আছে।
জমিয়াতুল মোদার্রেছীনের সারাদেশব্যাপী শক্তিশালী কমিটি রয়েছে। সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এটা আমাদের জন্য বিরাট সাফল্য। আগামী দিন জমিয়াতুল মোদাররেছীনের, আগামীদিন মাদরাসা শিক্ষকদের। সামনের দিনে যে সমাজ গড়ার চিন্তা ভাবনা হচ্ছে সেখানে মাদরাসা শিক্ষক এবং জমিয়তের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই সবাইকে ঐক্যবদ্ধ ভাবে প্রস্তুত থাকতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীন ভোলা জেলা সহ সভাপতি ও লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোঃ মোশাররফ হোসাইন, ভোলা জেলা সহ সভাপতি ও দিদারুল্লাহ ফাজিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আব্দুস সামাদ।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন ভোলা জেলা সাংগঠনিক সম্পাদক ও রামগঞ্জ তোফায়েলিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ হোসেন, করিমজান কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ ইয়াকুব শরীফ, বোরহানউদ্দিন উপজেলা সহসভাপতি মাওলানা ফয়জুল আলম, মনপুরা জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি ও মনপুরা ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা অজিউল্লাহ ফরহাদ, ভোলা সদর উপজেলা জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ, সাধারন সম্পাদক কোড়ালিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ হারুন।
সভায় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা জমিয়াতুল মোদার্রেছীনের সেক্রেটারি ও সুপার পূর্ব ধলীগোরনগর ইসলামিয়া দাখিল মাদরাসা মাওলানা মোঃ ছাইফুল ইসলাম, চরফ্যাশন উপজেলা জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি অধ্যক্ষ মাওলানা মোঃ নিজাম উদ্দিন হুমায়ুন সরমান, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের বোরহান উদ্দিন উপজেলা সহ সভাপতি ও ছোট মানিকা ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ ছাইফুল্লাহ,বোরহানউদ্দিন উপজেলা যুগ্ম সম্পাদক ও দেউলা শিপপুর দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ ইদ্রিস, তজুমুদ্দিন উপজেলা জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি ও পূর্ব গোলকপুর আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আইয়ুব আলী, সেক্রেটারি মাওলানা মোঃ কামাল উদ্দিন, জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পশ্চিম ধনিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ শামছুল আলম চৌধুরী। এ ছাড়াও সভায় জেলা ও সকল উপজেলার নেতৃবৃন্দ ও মাদরাসা প্রধানগন উপস্থিত ছিলেন।