
লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় পুকুরের পানিতে ডুবে মো. হুজাইফা নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হাসান হাওলাদার সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। শিশু হুজাইফা ওই এলাকার মো. সাইফুল ইসলামের ছেলে।
জানা গেছে, বিকেলে বাড়ির উঠানে খেলছিল শিশু হুজাইফা। এ সময় খেলার ছলে সবার অগোচরে বসতঘর সংলগ্ন পুকুরে পড়ে যায় সে। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। একপর্যায়ে পুকুরের পানিতে তাকে ভাসতে দেখে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশু হুজাইফাকে মৃত বলে ঘোষণা করেন।
এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, এ ঘটনায় ওই শিশুর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।