
লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় পুকুর থেকে রিজিয়া বেগম নামে ৬০ বছর বয়সী এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে উপজেলার লালমোহন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর ফুলবাগিচা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বৃদ্ধা রিজিয়া বেগম ওই এলাকার সরকারি আশ্রয়ণের একটি ঘরে বাস করতেন। এছাড়া তিনি লালমোহন পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করতেন।
জানা গেছে, সোমবার ভোরে লালমোহন ইউনিয়নের উত্তর ফুলবাগিচা এলাকার একটি পুকুরে ওই বৃদ্ধার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। যা বৃদ্ধার বসতঘর থেকে কিছুটা দূরে। পরে স্থানীয় লোকজন থানা পুলিশকে ঘটনাটি জানান। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নেন। তবে নিজ বসতঘর থেকে দূরের পুকুরে বৃদ্ধার মরদেহ পাওয়াকে সন্দেহজনক দেখছে পুলিশ।
এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই ওই বৃদ্ধার মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।