1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পাথরঘাটায় নৌবাহিনী ও পুলিশের যৌথ চেকপোস্ট অভিযান - Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৯:০৪ অপরাহ্ন

পাথরঘাটায় নৌবাহিনী ও পুলিশের যৌথ চেকপোস্ট অভিযান

  • আপডেট সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : বরগুনার পাথরঘাটায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশের যৌথ উদ্যোগে পরিচালিত হয়েছে বিশেষ চেকপোস্ট অভিযান।

 

 

সোমবার সকাল ৯টা ৫৫ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

 

অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার বায়েজিদ হোসেন (এস) বিএন। তার নেতৃত্বে নৌবাহিনীর ১০ সদস্যের একটি সেকশন এবং পাথরঘাটা থানা পুলিশের ৬ সদস্য অংশগ্রহণ করেন।

 

 

চেকপোস্ট বসানো হয় পাথরঘাটা তালতলা গোলচত্বর ও সদর বাসস্ট্যান্ড এলাকায়। এ সময় বিভিন্ন যানবাহনের কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স, হেলমেট ব্যবহারসহ আইন মেনে চলার বিষয়গুলো সতর্কভাবে পরীক্ষা করা হয়। পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়।

 

 

অভিযানকালে মোট ১২০টি মোটরসাইকেল, ১০টি ইজিবাইক, ৫টি মাইক্রোবাস, ১০টি বাস, ৫টি ট্রাক ও ১০টি মাহিন্দ্র যানবাহন তল্লাশি করা হয়।

 

 

চেকপোস্ট অভিযানে আইন লঙ্ঘনের অভিযোগে ১৩টি মামলা (মোটরসাইকেল ১০টি ও ট্রাক ৩টি) দায়ের করা হয় এবং মোট ৩৯,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।

 

 

নৌবাহিনী ও পুলিশের যৌথ এই তৎপরতা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। এ সময় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

 

 

স্থানীয়দের মতে, নিয়মিত এ ধরনের যৌথ অভিযান এলাকার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও সুদৃঢ় করবে এবং জনগণের মধ্যে আইন মেনে চলার সচেতনতা বৃদ্ধি করবে।

 

 

অভিযান শেষে লেফটেন্যান্ট কমান্ডার বায়েজিদ হোসেন বলেন, “নৌবাহিনী ও পুলিশের এই সমন্বিত উদ্যোগের মূল উদ্দেশ্য হলো জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমন কার্যক্রমকে আরও জোরদার করা। আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network