1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাউফলে ঘড়ি মার্কার প্রার্থীর জনসভা: জনগণের ঘরে ঘরে সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার - Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ১০:২৯ অপরাহ্ন

বাউফলে ঘড়ি মার্কার প্রার্থীর জনসভা: জনগণের ঘরে ঘরে সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার

  • আপডেট সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর বাউফলে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ঘড়ি মার্কার প্রার্থী অধ্যাপক মাওলানা আইউব বিন মুসার নেতৃত্বে লিফলেট বিতরণ ও জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল চারটার দিকে উপজেলার কালাইয়া বন্দর এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

 

লিফলেট বিতরণ শেষে একটি মিছিল বন্দর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সুপারি বাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন খেলাফত মজলিস মনোনীত ঘড়ি মার্কার প্রার্থী ও দলটির পটুয়াখালী জেলা শাখার সহ-সভাপতি অধ্যাপক মাওলানা আইউব বিন মুসা। সভায় সভাপতিত্ব করেন কালাইয়া ইউনিয়ন খেলাফত মজলিসের সভাপতি মাওলানা হাজী আব্দুল খালেক।

 

 

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মাওলানা আইউব বিন মুসা বলেন, অতীতে অনেক সংসদ সদস্য নির্বাচিত হয়ে বিলাসবহুল গাড়িতে চলেছেন, নিরাপত্তা প্রহরায় সাধারণ মানুষের নাগালের বাইরে ছিলেন। আমি নির্বাচিত হলে জনগণের ঘরে ঘরে গিয়ে তাদের খোঁজখবর নেব। নিজেকে সংসদ সদস্য নয়, বরং জনগণের সেবক হিসেবে নিবেদন করব।

 

 

তিনি আরও বলেন, আমরা বাউফল উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। এখানে ইভটিজিং, চাঁদাবাজি, দখলদারিত্ব ও টেন্ডারবাজির মতো অনৈতিক কর্মকাণ্ড থাকবে না। ধর্মপ্রাণ মানুষ যেন নিরাপদে বসবাস করতে পারে, সে জন্য সব প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে ইনশাআল্লাহ।

 

 

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন খেলাফত মজলিস বাউফল উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ মহিবুল্লাহ, সাধারণ সম্পাদক মাওলানা জাকির, সাংগঠনিক সম্পাদক মাওলানা আনিসুর রহমান, সহ-সভাপতি মাওলানা নুরুল আমিন আজাদী, মদনপুরা ইউনিয়ন খেলাফত মজলিসের সভাপতি আব্দুর রহিমসহ স্থানীয় নেতাকর্মী, আলেম সমাজ ও সাধারণ জনগণ।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network