
নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা সদর, আমতলী ও তালতলী উপজেলা কে নিয়ে বর্তমান বরগুনা-১ আসন। এ ৩ উপজেলার মাঝখানে বাধা হয়ে রয়েছে প্রমত্তা পায়রা নদী। বঙ্গোপসাগরের মোহনা থেকে শুরু করে নদীটি বরগুনা ও তালতলী-আমতলী এরিয়ার মধ্যে ৫ কিলোমিটারেরও বেশি প্রশস্ত রয়েছে। বিশাল এ পায়রা নদীর পশ্চিম তীরে অবস্থিত বরগুনা সদর এবং পূর্ব তীরে অবস্থিত তালতলী ও আমতলী উপজেলা।
সংসদীয় আসন পুনর্বিন্যাস এর আগে বরগুনায় ৩টি আসন থাকাকালীন সময় তৎকালীন আওয়ামী সরকার ২০১১ সালে আমতলী উপজেলার বৃহত্তর ৩টি ইউনিয়নকে কেটে নিয়ে ৭টি ইউনিয়নে রূপান্তর করে তালতলী উপজেলা গঠন করে। তাই পূর্ব থেকেই আমতলী ও তালতলী উপজেলার মানুষের হৃদয় একই সুতোয় গাঁথা।
বর্তমানে এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৭ হাজার ৮৭৪ জন। এর মধ্যে পায়রা নদীর পূর্ব তীরে অবস্থিত তালতলী ও আমতলী উপজেলায় রয়েছে ২ লাখ ৯২ হাজার ১৩৩ ভোট। অন্যদিকে পায়রা নদীর পশ্চিম তীরের বরগুনা সদরে রয়েছে ২ লাখ ৬৫ হাজার ৭৪১ ভোটার। যা তালতলী ও আমতলীর তুলনায় ২৬ হাজার ৩৯২ কম। এই কম ভোট নিয়ে বরগুনা সদর উপজেলা থেকে প্রার্থী হচ্ছেন সব দল থেকেই।
বরগুনা-১,(সদর, আমতলী ও তালতলী) আসনে প্রার্থী হচ্ছেন যারাঃ- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম মোল্লা। তার বাসা-বাড়ি, আত্মীয়-স্বজন সবকিছুই বরগুনায়। চরমোনাই পীরের ইসলামী আন্দোলন থেকে ইতিমধ্যে মনোনয়ন পেয়েছেন বরগুনার বিখ্যাত কেওড়াবুনিয়ার পীর মাওলানা আব্দুর রশিদ সাহেবের সুযোগ্য গদ্দিনশীন পীরজাদা জেলা ইসলামী আন্দোলনের সভাপতি আলহাজ্ব মাওলানা মোঃ অলিউল্লাহ। তার বাড়ী বরগুনা শহরের উপকণ্ঠে কেওড়াবুনিয়া এলাকায় । ইসলামী আন্দোলন তথা এই পীর সাহেব গ্রুপ রাজনৈতিক দিক থেকেও অনেক এগিয়ে রয়েছে। এ আসনে প্রচার-প্রচারণায় এগিয়ে রয়েছে আরেকটি ইসলামী দল জামায়াত। এ দল থেকে প্রার্থী হচ্ছেন বরগুনা জেলা জামায়াতের আমির অধ্যাপক মোহাম্মাদ মহিবুল্লাহ হারুন। বরগুনার শিক্ষাঙ্গন জগতের প্রিয় নেতা তিনি। বরগুনায় জনগণের সাথে মিলে স্বার্থহীনভাবে কাজ করে যাচ্ছেন এই জামায়াত নেতা। তার স্থায়ী বাসা বাড়িও বরগুনা শহর সংলগ্ন ধুপতি এলাকায়। ইসলামী আন্দোলন ও জামায়াতে ইসলামী ঐক্য করে নির্বাচনে গেলে এ আসনে জয়ের সম্ভাবনা বেশিরভাগ। রঙিন লিফলেট, ফেস্টুন, ব্যানার ও দেয়াল ঘড়ি মার্কা দিয়ে পোস্টার ছাপিয়ে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন ইসলামের আরেকটি দল খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী বরগুনার কৃতি সন্তান বিশিষ্ট আইনজীবী খেলাফত মজলিসের সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন। তার লিফলেটে বর্ণিত আহবানে ইসলাম প্রিয় মানুষের মন কেড়ে নেয়। এছাড়াও জাতীয় পার্টি, এনসিপি ও গণঅধিকার ফোরামের প্রার্থীর কিছু কিছু নাম শোনা যায় বরগুনায়। কিন্তু আমতলী ও তালতলী এলাকায় কোন প্রার্থীর নাম এখনও শোনা যায়নি।
বড় একটি রাজনৈতিক দল বিএনপি’র কাছে একই হৃদয়ের স্পন্দনে গড়া তালতলী ও আমতলী উপজেলার জনগণের দাবি ছিল বিএনপি মনোনীত প্রার্থী আমতলী ও তালতলী এলাকা থেকে দেয়া হোক। কিন্তু প্রার্থী দেয়া হয়েছে প্রমত্তা পায়রা নদীর পশ্চিম তীরের কম ভোটের এলাকা বরগুনা থেকে। এ কারণে ভোটের মাঠে প্রভাব ফেলতে পারে এ প্রমত্তা পায়রা নদী। এ অবস্থায় বিএনপি’র এই সাবেক এমপি আমতলী ও তালতলীর এলাকার জনগণের হৃদয়ের মণি আলহাজ্ব মতিয়ার রহমান তালুকদার প্রার্থী হলে তালতলী ও আমতলী মানুষের ঐক্য হওয়ার সম্ভাবনা রয়েছে। বিএনপি’র হাই কমান্ডের কাছে বিবেচনা করে মনোনয়ন পরিবর্তনের দাবি এ এলাকার মানুষের।