
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের ভান্ডারিয়ায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের অংশগ্রহণে এক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারি সংস্থা রূপান্তরের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা যুব ফোরামের আহবায়ক মোঃ জহিরুল ইসলাম সোহাগ এর সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহাঙ্গীর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ভাÐারিয়া এপির শিশুশ্রম নিরসন প্রকল্প কর্মকর্তা সুবাস জয়ধর, রূপান্তরের প্রজেক্ট অফিসার সাহিদা বানু সোনিয়া, সাংবাদিক আমিরুল ইসলাম প্রমূখ।
কর্মশালায় বক্তারা বলেন, প্লাস্টিক ও পলিথিন ব্যবহার আমাদের পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর মারাত্মক প্রভাব ফেলছে। জনসচেতনতা, আইন প্রয়োগ ও বিকল্প পণ্যের ব্যবহার বৃদ্ধির মাধ্যমে এ দূষণ রোধ সম্ভব।
এসময় পরিবেশবান্ধব পণ্য ব্যবহার, পুনর্ব্যবহারযোগ্য সামগ্রী প্রচলন এবং স্থানীয় উদ্যোগের মাধ্যমে পরিবেশ রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করার আহŸান জানানো হয়।
কর্মশালায় সরকারি দপ্তরের প্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। মোঃ তরিকুল ইসলাম ভাÐারিয়া, পিরোজপুর।