
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের মেহেন্দীগঞ্জে অটোরিকশায় চার্জ দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে আরিফ সরদার (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ বুধবার বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার কাজিরহাট থানার চরসোনাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আরিফ সরদার চরসোনাপুর গ্রামের হেলাল সরদারের ছেলে। তিনি অটোরিকশা চালাতেন বলে জানান পরিবারের সদস্যরা।
নিহতের ভাই রিয়াজ সরদার জানান, বুধবার দুপুরে অটোরিকশার চার্জ শেষ হয়ে গেলে আরিফ একাই ব্যাটারিতে বিদ্যুৎ সংযোগ দিতে যান। ওই সময় তিনি বিদ্যুতায়িত হয়ে মারাত্মক আহত হন।
পরে বাড়ির লোকজন বিষয়টি বুঝতে পেরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে আরিফকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সাইয়েদুর রহমান বলেন, বিদ্যুতায়িত যুবককে মৃত অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছিলো।
কাজিরহাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে লাশ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।