
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ “দুর্যোগে প্রস্তুতি, জীবনে নিরাপত্তা” শীর্ষক প্রাতিপাদ্য নিয়ে কলাপাড়ায় অনুষ্ঠিত হয়েছে আগুন নির্বাপক মহড়া। রোববার সকালে ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের উদ্যোগে সংস্থাটির কলাপাড়া অফিস প্রাঙ্গণে এই মহড়া অনুষ্ঠিত হয়।
মহড়ায় কলাপাড়া ফায়ার সার্ভিসের প্রশিক্ষক দল অংশগ্রহণকারীদের হাতে-কলমে আগুন নেভানোর পদ্ধতি, জরুরি অবস্থায় করণীয় ও নিরাপদে ভবন ত্যাগের কৌশল শেখান।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা অগ্নিকাণ্ডের সময় প্রাথমিক প্রতিক্রিয়া, অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহারের নিয়ম এবং আগুন ছড়িয়ে পড়া রোধে তাৎক্ষণিক করণীয় সম্পর্কে বাস্তব অনুশীলন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড কনসার্নের প্রকল্প ব্যবস্থাপক এলিয়াস মুর্মু, ফায়ার সার্ভিস কলাপাড়ার অফিসার ইনচার্জ মো. শাহাদাত হোসেন, ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ ও স্থানীয় জনগণ।
বক্তারা বলেন, এ ধরনের মহড়া কর্মীদের সচেতনতা ও প্রস্তুতি বাড়ায়, যা ভবিষ্যতে দুর্ঘটনা মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আরও জানান, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অগ্নিনির্বাপক যন্ত্রের ব্যবহার ও রক্ষণাবেক্ষণ অত্যন্ত জরুরি।
ওয়ার্ল্ড কনসার্নের পক্ষ থেকে জানানো হয়, কর্মী ও কমিউনিটির সদস্যদের দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের প্রশিক্ষণ ও মহড়া ভবিষ্যতেও নিয়মিতভাবে আয়োজন করা হবে।