
নিজস্ব প্রতিবেদক : ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান দিল্লির ঐতিহাসিক লাল কেল্লার কাছে যাত্রীবাহী একটি গাড়িতে বিস্ফোরণের ঘটনায় নিহত সংখ্যা বেড়ে ১৩ জনে দাড়িয়েছে। এতে আহত হয়েছে আরও ২৪ জন। সোমবার (১০ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ।
প্রতিবেদনে বলা হয়েছে, লাল কেল্লা মেট্রো স্টেশনের কাছে সন্ধ্যা ৬.৫২ মিনিটে হুন্ডাই আই২০ মডেলের একটি গাড়িতে এ বিস্ফোরণ ঘটে। এতে ছিন্নভিন্ন দেহ এবং ভাঙা গাড়িগুলি ব্যস্ত এলাকায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে।
দিল্লি পুলিশের একটি সূত্র জানিয়েছে, এটি অত্যন্ত শক্তিশালী একটি বিস্ফোরণ ছিল। সোমবার সন্ধ্যার বিস্ফোরণে এ পর্যন্ত নিহত হয়েছে ১৩ জন এবং আহত হয়েছেন আরও ২৪ জন। আহতরা সবাই হাসপাতালে ভর্তি আছেন। তাদের মধ্যে অন্তত একজনের অবস্থা আশঙ্কাজনক।
দিল্লির পুলিশ কমিশনার সতীশ গোলচা সাংবাদিকদের বলেন, ‘লাল কেল্লার ট্র্যাফিক সিগন্যালে একটি ধীরগতির গাড়িতে বিস্ফোরণটি ঘটে। গাড়িতে আরোহী ছিলেন। বিস্ফোরণে কাছের গাড়িগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণে নয়টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।’
এ ঘটনাকে ঘিরে, ভারত-নেপাল সীমান্তে নিরাপত্তা বাড়ানো হয়েছে। এছাড়া, ভারত-নেপাল সীমান্তে নিরাপত্তা বাহিনী ছাড়াও স্থানীয় পুলিশকেও সতর্ক করা হয়েছে।