1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
মেঘনায় অভিযানে পাঙাশ ধরার বহু ফাঁদ জব্দ - Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৯:০৪ অপরাহ্ন

মেঘনায় অভিযানে পাঙাশ ধরার বহু ফাঁদ জব্দ

  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : ভোলার মনপুরায় মেঘনা নদীতে জেলা মৎস্য বিভাগ ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে জব্দ করা হয়েছে বেশ কয়েকটি মটকা এবং পাঙাশ ধরার বিশাল চারটি ফাঁদ যা স্থানীয়ভাবে চাঁই নামে পরিচিত।

জব্দকৃত ফাঁদ ও মটকা রামনেওয়াজের পূর্বপাশে বেতুয়া স্লুইস গেট এলাকায় জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

মঙ্গলবার (১১ নভেম্বর) বেলা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বণিক।
এর আগে ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত উপজেলার ১ নম্বর মনপুরা ইউনিয়নের উত্তর মাথা থেকে সোনার চর এলাকা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের পরিচালক মোল্লা এমদাদুল্লাহ। অভিযানে অংশ নেন তজুমদ্দিন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আমির হোসেন, মনপুরা কোস্ট গার্ডের সদস্যসহ তজুমদ্দিন এবং মনপুরার মৎস্য অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network