
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ কলাপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ নাজমুল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ৯টার দিকে কলাপাড়া পৌর শহরের কলেজ রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ কারণে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জুয়েল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
নাজমুল হোসেন দীর্ঘদিন ধরে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং উপজেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্বও পালন করেছেন বলে জানা গেছে।