
এস এম আলমগীর হোসেন// কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের চুঙ্গাপাশা গ্রামে চুরি হওয়া দুইটি মহিষ উদ্ধার করেছে পুলিশ। পরে মহিষগুলো প্রকৃত মালিক লালুয়া ইউনিয়নের চাঁদুপাড়া গ্রামের কৃষক মোঃ নুরজামান হাওলাদারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রায় ৯-১০ দিন আগে নুরজামানের দুটি মহিষ চুরি হয়ে যায়। এ বিষয়ে তিনি কলাপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
বৃহস্পতিবার (২৪ জুলাই) চাকামইয়ার চুঙ্গাপাশা বিলে মহিষগুলো দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মহিষ দুটি উদ্ধার করে এবং স্থানীয় ইউপি সদস্য মোঃ মামুন সিকদারের জিম্মায় রাখে। পরবর্তীতে সঠিক প্রমাণের ভিত্তিতে মহিষ দুটি প্রকৃত মালিকের কাছে শনিবার (২৬ জুলাই) হস্তান্তর করা হয়।
এ বিষয়ে কলাপাড়া থানার এস আই মোঃ জহিরুল ইসলাম বলেন, সরেজমিনে গিয়ে মহিষ দুইটি উদ্ধার করে স্থানীয় ইউপি সদস্য মামুন সিকদারের কাছে জিম্মায় রাখি, পরে মহিষের ছবি তোলে সকল থানায় এবং ফেসবুকে পোস্ট করে দিই, পরবর্তীতে সঠিক প্রমাণের ভিত্তিতে মহিষ দুটি প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করি। তিনি আরো বলেন, কে বা কারা মহিষ দুইটি চুঙ্গাপাশা বিলে রেখেছে তা আমরা তদন্ত করছি।