
নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠি প্রেসক্লাবঝালকাঠি প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী জেলা প্রশাসক আশরাফুর রহমানকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে প্রেসক্লাবের কাজী খলিলুর রহমান হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন তালুকদার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আক্কাস সিকদার।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতা করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি, সিনিয়র সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আইনজীবিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকগণ। বক্তারা জেলা প্রশাসক আশরাফুর রহমানের সততা, দক্ষ প্রশাসন ও মানবিক নেতৃত্বের প্রশংসা করেন এবং তাঁর ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন। অনুষ্ঠান শেষে প্রেসক্লাবের পক্ষ থেকে জেলা প্রশাসককে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।