
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে জঙ্গি হামলায় নিহত দুই বিচারকের ২০তম স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মনে করিয়ে দেয় ভয়াবহ সেই ১৪ নভেম্বর। ২০০৫ সালের এই দিনে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির বোমা হামলায় নিহত হয়েছিলেন ঝালকাঠি দুই বিচারক শহীদ সোহেল আহমেদ ও জগন্নাথ পাড়ে।
দিবসটি উপলক্ষে শোক শ্রদ্ধার নানা কর্মসূচির আয়োজন করে ঝালকাঠি জেলা জজশীপ।
এ উপলক্ষে শুক্রবার (১৪নভেম্বর) সকালে জেলা ও দায়রা জজ আদালত চত্বর থেকে একটি শোক র্যালি বের হয়। র্যালিটি শহরের পূর্ব চাঁদকাঠি এলাকায় বিচার হত্যার স্থানে নির্মত স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। পরে সেখানে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মোনাজাত করা হয়।

এছাড়াও দুই বিচারক স্মরণে জেলা ও দায়রা জজ আদালতের সভাকক্ষে স্মরণ সভার আয়োজন করা হয়। বিচারক, আইনজীবী, কালেকটরেট, পৌরসভা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরা এতে অংশ নেয়।
উল্লেখ্য এ ঘটনার পর জেএমবির শীর্ষ নেতারা আটক হয়। জঙ্গিদের ঝালকাঠিতে এনে জেলা জজ আদালতে এ মামলার বিচারকার্য চলে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ রেজা তারিক আহমেদ ২০০৬ সালের ২৯ মে সাতজনকে মৃত্যুদণ্ড দেন। উচ্চ আদালতে সেই রায় বহালের পর ২০০৭ সালের ২৯ মার্চ ৬ শীর্ষ জঙ্গির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
তাঁরা হলেন জেএমবি প্রধান শায়খ আবদুর রহমান, সেকেন্ড ইন কমান্ড সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলাভাই, সামরিক শাখা প্রধান আতাউর রহমান ওরফে সানি, উত্তরাঞ্চলীয় সমন্বয়কারী আবদুল আউয়াল, দক্ষিণাঞ্চলীয় সমন্বয়কারী খালেদ সাইফুল্লাহ ও বোমা হামলাকারী ইফতেখার হাসান আল মামুন। পরে ২০১৬ সালের ১৬ অক্টোবর আসাদুল ইসলামের ফাঁসি কার্যকর করা হয় খুলনা কারাগারে।