
মোঃমনছুর আলম জেলা প্রতিনিধি, ভোলাঃ আসন্ন ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে ভোলা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে মোটরসাইকেল ও মাইক্রো নিয়ে শোডাউন দিয়েছেন ভোলা ১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম ও তার সমর্থকরা।
আজ শনিবার সকাল ৯ টায় জংশন বাজার থেকে শোডউনটি শুরু হয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন প্রদক্ষিন করে ভোলা সরকারি স্কুল মাঠে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এসময় অধ্যক্ষ নুরুল ইসলাম বলেন ভোলা ১ আসন থেকে জামাত নির্বাচিত হলে ভোলা বরিশাল সেতু নির্মাণ ও ভোলার স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন করবে।
এ সময় উপস্থিত ছিলেন ভোলা-১ আসনের জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মাষ্টার নুরুল ইসলাম, অধ্যাপক মাও.কামাল হোসেন, জেলা মিডিয়া বিভাগের প্রধান লঅধ্যাপক আমির হোসেন সহ দলের নেতাকর্মীরা।