
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘদিনের প্রেমের সম্পর্কে ছিলেন ছেলে আর মেয়ে। কিন্তু কোনো কারণে তাদের এই সম্পর্ক ভেঙে যায়। কিছুদিন যেতে না যেতেই আরেক মেয়েকে বিয়ে করে বসেন ছেলে। যখন বর সেজে বউ নিচ্ছিলেন বর বিপত্তি বাধে তখনই। পথিমধ্যে বাধা হয়ে দাঁড়ান। মাঝপথে আটকে দেন বরের গাড়িবহরও।
ভালবাসার মানুষটির অন্য কারও সঙ্গে বিয়ে হয়ে যাচ্ছে- এমনটি দেখা কারও পক্ষে সহজ নয়। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে আসা একটি ভিডিওতে এমন একটি আবেগঘন মুহূর্ত ধরা পড়েছে।
ভিডিওটি ভাইরাল হয়েছে ইনস্টাগ্রামে। ভারতীয় বাংলা সংবাদমাধ্যম আনন্দবাজার ডট কম এই ঘটনাটি কোথায় ঘটেছে তার সঠিক তথ্য না যাচাই করে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
ভাইরাল ভিডিওটিতে দেখা গেছে, ভিড় রাস্তার মাঝে একটি গাড়ি দাঁড়িয়ে আছে। আশপাশ দিয়ে একের পর এক গাড়ি বেরিয়ে যাচ্ছে। দাঁড়িয়ে থাকা গাড়িটি দেখে বোঝা যাচ্ছে, বিয়ে উপলক্ষে সাজানো হয়েছে সেটি।
আর সেই গাড়ির একদম সামনে দাঁড়িয়ে শালোয়ার-কামিজ় পরা এক তরুণী। গাড়িটিকে এগোতে দিচ্ছেন না তিনি। গাড়িটি একটু একটু এগোতে থাকলেও সরে যাননি তরুণী। অসহায় হয়ে গাড়ির সামনেই দাঁড়িয়ে থাকেন তিনি।
ভিডিওর ক্যাপশনে দাবি করা হয়েছে, যার বিয়ে হচ্ছে তিনি ওই তরুণীর প্রাক্তন প্রেমিক। কোনো কারণে বিচ্ছেদ হয়েছে তাদের। কিন্তু তরুণীর হৃদয় এখনো তার প্রেমেই মজে আছে। তাই তার বিয়ে হচ্ছে জানতে পেরে নিজেকে ধরে রাখতে পারেননি তরুণী। রাস্তাতেই বরের গাড়ি আটকে দেন তিনি।
ভাইরাল ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘ওহে বন্দে ৭৫১’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। ইতোমধ্যে ইনস্টাগ্রামে ভিডিওটি ১৬ লাখের বেশি বার দেখা হয়েছে।
পোস্টের নিচে অনেকে মজার মজার মন্তব্য করেছেন, আবার অনেকে বিস্ময় প্রকাশ করেছেন। একজন কমেন্টে লিখেছেন, তরুণীর মন ভেঙে বিয়ে করতে পারবেন তার প্রেমিক? আজকাল আর ভালবাসার কোনো দাম নেই। অন্য একজন আবার লিখেছেন, যে চলে যেতে চায়, তাকে যেতে দাও। ও তোমার যোগ্য নয়। তুমিও জীবনে এগিয়ে চলো।