1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
নারায়াণগঞ্জ আইভির দখলে দাবিতে দুই বছর আগের বরিশালের ভিডিও প্রচার - Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ১০:৩০ অপরাহ্ন

নারায়াণগঞ্জ আইভির দখলে দাবিতে দুই বছর আগের বরিশালের ভিডিও প্রচার

  • আপডেট সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

স্পেশাল প্রতিনিধি : আওয়ামী লীগের গত ১৩ ই নভেম্বরের লকডাউন কর্মসূচিকে ঘিরে সম্প্রতি লসামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করা হচ্ছে। যেখানে বিপুল সংখ্যক মানুষের একটি মিছিলকে ব্যানারসহ অগ্রসর হতে দেখা যায়। ভিডিওটির ক্যাপশনে উল্লেখ করা হয়েছে ‘সেলিনা হায়াৎ আইভি আপনাকে অসংখ্য ধন্যবাদ নারায়নগঞ্জ দখল করার জন্য।

 

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ),

টিকটকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, সাম্প্রতিক  সময়ে সেলিনা হায়াৎ আইভির নেতৃত্বে নারায়ণগঞ্জে কোনো মিছিল হয়নি এবং প্রচারিত ভিডিওর মিছিলের স্থানটিও নারায়ণগঞ্জ নয়। প্রকৃতপক্ষে, এটি ২০২২ সালে ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির পঁচিশ বছর পূর্তি উপলক্ষে বরিশালে অনুষ্ঠিত একটি র‍্যালির ভিডিও।

 

এ বিষয়ে অনুসন্ধানে, Barishal24 TV নামের একটি ইউটিউব চ্যানেলে ২০২২ সালের  ৬ ডিসেম্বর প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওর ব্যানারের লেখা ও র‍্যালিতে অংশগ্রহণকারীদের হাতে বিভিন্ন রঙের বাঁশির সঙ্গে প্রচারিত ভিডিওর মিছিলের সাদৃশ্য রয়েছে। উক্ত ভিডিওর বিস্তারিত বিবরণীর  দাবি অনুযায়ী  এটি ২০২২ সালের ২রা ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির পঁচিশ বছর উপলক্ষে বরিশাল জেলা ও মহানগর আয়োজিত আলোচনা সভা ও র‍্যালিতে ছাত্রলীগ নেতা-কর্মীদের অংশগ্রহণের ঘটনার ভিডিও।

সামাজিক গণমাধ্যমে প্রচারিত ভিডিওর ব্যানারটি লক্ষ্য করলে দেখা যায়, সেখানে লেখা “ঐতিহাসিক পার্বত্য শান্তিচুক্তির ২৫ বছর, সফল হোক।” এবং ব্যানারের নিচে মোঃ আতিকউল্লাহ মুনীম লেখা রয়েছে। অনুসন্ধানে জানা যায়, আতিকুল্লাহ মুনিম বরিশাল জেলা ছাত্রলীগের সভাপতি।

Video Comparison by Rumor Scanner 

এছাড়া, গুগলম্যাপের সহায়তায় জিওলোকেশন বিশ্লেষণের মাধ্যমেও নিশ্চিত হওয়া যায় যে, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর স্থানটি নারায়ণগঞ্জ নয়। ভিডিওতে রাস্তার পাশে ব্যানারে থাকা মার্ক টেইলার্স, সার্ক টেইলার্স, Sea Sky এসব নামের সূত্র ধরে সার্চ করা হলে দেখা যায় এগুলো বরিশাল নগরীর ফজলুল হক এভিনিউয়ে অবস্থিত।

Comparison by Rumor Scanner 

এ বিষয়ে আরও অনুসন্ধানে অনলাইন গণমাধ্যম Somoyer Barta এর ফেসবুক পেজে ২০২২ সালের ০২ ডিসেম্বর প্রকাশিত একটি পোস্ট থেকে সেসময়  ঐতিহাসিক পার্বত্য শান্তিচুক্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ কর্তৃক বরিশালে আলোচনা সভা ও র‌্যালি আয়োজনের বিষয়ে নিশ্চিত হওয়া যায়।

সুতরাং, আলোচিত ভিডিওটি নারায়ণগঞ্জে সেলিনা হায়াৎ আইভির নেতৃত্বে কোনো মিছিল নয়। এটি ২ বছর আগে বরিশালে আয়োজিত পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির পঁচিশ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত র‍্যালির ভিডিও। প্রচারিত দাবিটি বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network