1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
নতুন পোশাকে মাঠে নেমেছে পুলিশ - Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৯:০৪ অপরাহ্ন

নতুন পোশাকে মাঠে নেমেছে পুলিশ

  • আপডেট সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: দায়িত্ব পালনে নতুন ইউনিফর্ম পরে মাঠে নেমেছেন বাংলাদেশ পুলিশের সদস্যরা। শনিবার থেকে মহানগর পুলিশসহ কয়েকটি বিশেষায়িত ইউনিটের সদস্যরা নতুন ইউনিফর্মে দায়িত্ব পালন শুরু করেছেন। পর্যায়ক্রমে জেলা পুলিশ সদস্যরাও নতুন ইউনিফর্মে দায়িত্ব পালন শুরু করবেন বলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

শনিবার ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো. সরওয়ার বলেন, ঢাকা মহানগর পুলিশের সদস্যরা নতুন ইউনিফর্মে দায়িত্ব পালন শুরু করেছেন।

প্রাথমিকভাবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ১০ হাজার সদস্যকে এই ইউনিফর্ম দেওয়া হয়েছে। বাকি সদস্যদেরও আগামী এক সপ্তাহের মধ্যে নতুন ইউনিফর্ম দেওয়া হবে।

পুলিশ সদর দফতরের গণমাধ্যম শাখার সহকারী মহাপরিদর্শক (এআইজি) এএইচএম শাহাদাত হোসাইন বলেন, এরই মধ্যে সব মহানগর পুলিশ, নৌ পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, পিবিআই, সিআইডি, হাইওয়ে পুলিশ নতুন ইউনিফর্মে দায়িত্ব পালন শুরু করেছে। জেলা ও রেঞ্জ পুলিশ পর্যায়ক্রমে নতুন এই পোশাক পরবেন। আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও স্পেশাল প্রটেকশন ব্যাটালিয়নের (এসপিবিএন) আগের ইউনিফর্ম বহাল থাকবে।

ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে দমন-পীড়নের অভিযোগ ওঠার পর থেকে তীব্র সমালোচনার মুখে পুলিশ বাহিনীর সংস্কার ও ইউনিফর্ম পরিবর্তনের দাবি ওঠে। পরে অন্তর্বর্তী সরকার নতুন পোশাক বাছাই করতে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে।

সেই কমিটির বাছাই করা রঙের ইউনিফর্ম সরকার অনুমোদন করে। এরই অংশ হিসেবে গতকাল থেকে সব মহানগর পুলিশ লৌহ রঙের নতুন ইউনিফর্ম পরে দায়িত্ব পালন শুরু করেছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network