1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
‎চরফ্যাশনে কৃষকদের মাঝে বীজ–সার সহায়তা বিতরণ উদ্বোধন - Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৭:৫৬ অপরাহ্ন

‎চরফ্যাশনে কৃষকদের মাঝে বীজ–সার সহায়তা বিতরণ উদ্বোধন

  • আপডেট সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
‎‎চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি।। ‎ভোলার চরফ্যাশনে ২০২৫–২৬ অর্থবছরের রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।


‎সোমবার (১৭ মার্চ) সকাল ১০ টার দিকে চরফ্যাশন উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা প্রশাসনের হলরুমে ১২ হাজার ৮৭০ জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণের মধ্য দিয়ে এ উদ্বোধন করা হয়।


‎এসময় চরফ্যাশন উপজেলা কৃষি অফিসার নাজমুল হুদা’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসনা শারমিন মিথি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চরফ্যাশন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল এবং চরফ্যাশন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল গোলদার প্রমুখ।

‎এছাড়াও চরফ্যাশন উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার মোবারক হোসেন, অন্যান্য কৃষি কর্মকর্তা, স্থানীয় কৃষক ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


‎অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ছানাউল্লাহ আজম। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ডাক্তার হাফেজ মাওলানা রাসেল।


‎বক্তব্যতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি বলেন, কৃষকরা দেশের খাদ্য নিরাপত্তার মূল ভরসা। তাদের উৎপাদন বাড়াতে সরকার নিয়মিত প্রণোদনা দিয়ে আসছে। এই বিনামূল্যের বীজ ও সার সঠিকভাবে ব্যবহার করলে রবি মৌসুমে উৎপাদন আরও বৃদ্ধি পাবে। চরফ্যাশনের কৃষিকে আরও শক্তিশালী করতেই এই উদ্যোগ। কৃষকরা দেশের অর্থনীতিকে সচল রাখছেন। তাদের পাশে প্রশাসনের সহায়তা অব্যাহত থাকবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network