
খেলা ডেস্ক : পর্দা নেমেছে মেয়েদের জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টুয়েন্টি।
৮ দলের লড়াইয়ে চ্যাম্পিয়ন হয়েছে বরিশাল বিভাগ, রানার্সআপ খুলনা বিভাগ। সোমবার শেষ দিনের খেলা শেষে পুরস্কার তুলে দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক ও নারী উইংসের চেয়ারম্যান খান আব্দুর রাজ্জাক ও বিকেএসপির পরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল মনিরুল ইসলাম। Google Pay City Bank বিকেএসপির চারটি গ্রাউন্ডে গড়ায় শেষ দিনের লড়াই। রংপুর বিভাগকে ১৩ রানে হারিয়ে শিরোপা নিশ্চিত করে বরিশাল।
ঢাকা বিভাগকে ৬ উইকেটে হারিয়ে রানার্সআপ হয় খুলনা। দিনের অন্য দুটি ম্যাচে সিলেট বিভাগকে ৭ উইকেটে হারিয়েছে রাজশাহী বিভাগ। ময়মনসিংহ বিভাগকে ৫ উইকেটে হারায় চট্টগ্রাম বিভাগ। চ্যাম্পিয়ন বরিশাল ৭ ম্যাচের ৬টিতে জয় পেয়েছে, হেরেছে একটিতে। খুলনা ৫ জয়ের বিপরীতে হেরেছে ২টিতে। সমান পয়েন্ট নিয়ে রানরেটে পিছিয়ে তৃতীয় স্থানে থেকে আসর শেষ করেছে চট্টগ্রাম। এ
ছাড়া রংপুর ৪টি, রাজশাহী ও সিলেট ৩টি করে এবং ময়মনসিংহ ২টি করে জয় পেয়েছে। ৭ ম্যাচের সবকটিতে হেরেছে ঢাকা বিভাগ। লিগসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন বরিশাল বিভাগের রাবেয়া খান। ১৭৯ রানের পাশাপাশি উইকেট নিয়েছেন ৯টি। সর্বোচ্চ রান করেছেন সিলেট বিভাগের শামীমা সুলতানা।
৪৫.৮৩ গড়ে ২৭৫ রান করেন তিনি। ৪২.৩৩ গড়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৫৪ রান করেন বরিশালের ফারজানা হক পিংকি। যৌথভাবে সর্বোচ্চ ১৪টি করে উইকেট নেন চট্টগ্রাম বিভাগের ফাতেমা জাহান সোনিয়া ও বরিশাল বিভাগের সুলতানা খাতুন। বেস্ট প্রমিজিং খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন রংপুর বিভাগের জুরাইয়া ফেরদাউস জয়িতা। ১৮৯ রান করেন তিনি।