
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : বরিশালের বাবুগঞ্জ উপজেলার বাহেরচর নিবাসী ও বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের বড়ো বোন মোসাম্মাৎ রাহানুর বেগম (আলো আপা) ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।
দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগে তিনি মঙ্গলবার সকাল সাড়ে সাতটার সময় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৮০ বছর। তিনি সন্তান-সন্ততি, স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, আলো আপা ছিলেন স্বল্পভাষী, পরোপকারী ও অত্যন্ত ধর্মপরায়ণ একজন মানুষ। বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের স্মৃতি ধারণ করে তিনি সারাজীবন সাধারণ মানুষের পাশে থাকতে চেষ্টা করেছেন।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও মুক্তিযোদ্ধা সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
মরহুমার জানাজা ও দাফন আজ বিকেলে বাহেরচর শশুর বাড়ির পারিবারিক কবরস্থানে সম্পন্ন হওয়ার কথা রয়েছে।