
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঢাকার ধামরাইয়ে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বুধবার (১৯ নভেম্বর) ভোররাতে উপজেলার সুয়াপুর ইউনিয়নের সুয়াপুর বাজারে গ্রামীণ ব্যাংকের শাখায় এই হামলার ঘটনা ঘটে।
স্থানীয় ফার্নিচার দোকানদার লক্ষণ সূত্রধর বলেন, রাতে আমরা শুয়ে ছিলাম। হঠাৎ পাহারাদার গ্রাম পুলিশ ‘আগুন আগুন’ বলে চিৎকার করতে থাকে। বাইরে এসে দেখি ব্যাংকের দেয়াল আর আমার দোকানের চালায় আগুন ধরে গেছে। পরে আমি ও আশপাশের লোকজন বালি ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণ করি। এরপর পুলিশকে খবর দেওয়া হয়।
এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ধামরাই উপজেলায় গ্রামীণ ব্যাংকের ৬টি শাখা রয়েছে। এগুলো নিরাপত্তার জন্য চৌকিদার রাখা হয়েছে। ভোররাতে সুয়াপুর শাখায় মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। তবে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
তিনি আরও বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অল্প সময়ের মধ্যেই জড়িতদের আইনের আওতায় আনা হবে। পুলিশ হামলার কারণ অনুসন্ধানে কাজ করছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজও সংগ্রহ করা হচ্ছে।