
মোঃ সাদ্দাম হোসেন : বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বরিশালে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
এই সেবামূলক কর্মসূচি পরিচালনা করেন বরিশাল জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট আবুল কালাম শাহীন।
দিনব্যাপী চলা কার্যক্রমে অসংখ্য দুস্থ মানুষের হাতে খাবার পৌঁছে দেন নেতাকর্মীরা।
এ্যাডভোকেট আবুল কালাম শাহীন বলেন,“তারেক রহমান মানুষের কল্যাণে কাজের বার্তা দেন। আমরা তার জন্মদিনে আনন্দের পরিবর্তে মানুষের পাশে দাঁড়ানোকে বড় কাজ মনে করি।”
অনুষ্ঠানে তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করা হয়।