
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি- বরিশালের বাকেরগঞ্জে ইসলামী আন্দোলন পৌর শাখার ৮নং ওয়ার্ডের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) বিকেল ৪টায় পৌরসভার ৮ নং ওয়ার্ডের সাইক্লোন সেল্টার চত্বরে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন পৌরসভার সভাপতি আলহাজ্ব আঃ রাজ্জাক খানের সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন উপজেলা পশ্চিম শাখার সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা নাছির উদ্দিন রোকন ডাকুয়া, প্রধান মেহমান ছিলেন সাধারণ সম্পাদক মাওলানা মোঃ মাহমুদুল হাসান জাহাঙ্গীর।
ইসলামী আন্দোলন পৌরসভা ৮ নং ওয়ার্ডের সভাপতি মোঃ বজলু খানের সঞ্চালনায় ও সাধারণ সম্পাদক আলমগীর আকনের পরিচালনায় কর্মী সভায় বিশেষ অতিথি ছিলেন পৌরসভা জামায়াতের আমির মাওলানা মোঃ নূরুল হক, ইসলামী আন্দোলন উপজেলা পশ্চিম শাখার মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মাওলানা মোঃ মনিরুজ্জামান তালুকদার, পৌরসভা ইসলামী আন্দোলনের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, সেক্রেটারি আলহাজ্ব মাহাবুব হাসান সুমন, ভরপাশা ইউনিয়ন শাখার সভাপতি হাফেজ মাওলানা মোঃ শহিদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব হযরত মাওলানা নাছির উদ্দিন রোকন ডাকুয়া বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী শক্তির বিজয় হবে। দেশের জনগণ চাঁদাবাজদের ভোট দিবে না। বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করিম সাহেবকে চরমোনাই। দেশের উন্নয়ন ও চাঁদাবাজদের রুখতে আগামী নির্বাচনে জনগণ দাঁড়িপাল্লায় ভোট দিবেন বলে দিবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।