
নিজস্ব প্রতিবেদক: আবার ঢাকা মাতাতে আসছেন পাকিস্তানি গায়ক আতিফ আসলাম। তাকে এবার বাংলাদেশে আনার উদ্যোগ নিয়েছে মেইন স্টেজ নামের একটি প্রতিষ্ঠান। ‘আতিফ আসলাম অ্যাট মেইন স্টেজ শো’ শিরোনামের কনসার্টের আয়োজন করেছে তারা। আগামী ১৩ ডিসেম্বর রাজধানীর বসুন্ধরা মাঠে অনুষ্ঠিত হবে এই ওপেন এয়ার কনসার্ট।
বুধবার এক ফেসবুক পোস্টে খবরটি নিশ্চিত করেছেন আতিফ আসলাম নিজেই। কনসার্টের আয়োজন করেছে মেইন স্টেজ ইঙ্ক নামের একটি প্রতিষ্ঠান।
আয়োজকরা জানিয়েছেন, ওইদিন বেলা ১টায় দর্শকদের জন্য ভেন্যুর গেট খুলে দেওয়া হবে। কনসার্ট শুরু হবে বিকেল ৫টায়, চলবে রাত সাড়ে ১০টা পর্যন্ত। শিগগিরই শুরু হবে অগ্রিম টিকিট বিক্রি। টিকিট পাওয়া যাবে জেনারেল ও ফ্রন্ট ভিআইপি— এ দুই ক্যাটাগরিতে।
ইতোমধ্যে টিকিট বিক্রিও শুরু হয়েছে। পাওয়া যাচ্ছে তিন ক্যাটাগরিতে। আতিফ আসলামের তিন গানের নাম দিয়ে বানানো হয়েছে তিনটি ক্যাটাগরি। এর মাঝে সবচেয়ে কাছ থেকে দেখার টিকিটের নাম রাখা হয়েছে ‘পেহলি নাজার মে’ গানের নামে ‘পেহলি নাজার’ ক্যাটাগরি। এর জন্য গুনতে হবে ৯ হাজার ৯৯৯ টাকা। এর পরের ক্যাটাগরির নাম ‘আদাত’, এর জন্য গুনতে হবে ৪ হাজার ৯৯৯ টাকা। সবশেষ সাধারণ ক্যাটাগরির টিকিটের নাম রাখা হয়েছে ‘দূরি’, এর জন্য গুনতে হবে ২ হাজার ৪৯৯ টাকা।
গত বছর ঢাকায় আয়োজিত কনসার্টে আতিফ আসলামের সঙ্গে ছিলেন দেশের শিল্পীরাও। ম্যাজিকাল নাইট ২.০ কনসার্টে ছিলেন তাহসান ও কাকতাল। ১৩ ডিসেম্বরের কনসার্টে আতিফের সঙ্গে দেশের কোনো শিল্পী কিংবা ব্যান্ড থাকবে কি না, তা জানা যায়নি এখনো। এ বিষয়ে শিগগির বিস্তারিত ঘোষণা আসবে বলে জানানো হয়েছে আয়োজকদের পক্ষ থেকে।