
ইফতেখার শাহীন, বরগুনা// সামাজিক দায়িত্ববোধ ও মানবিক সহায়তায় বাংলাদেশ নৌ-বাহিনী প্রাকৃতিক দূর্যোগসহ বিভিন্ন পরিস্থিতিতে উপকূলীয় ও দূর্গম অঞ্চলে নিয়মিতভাবে সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে । এরই ধারাবাহিকতায় কমান্ডার খুলনা নৌ-অঞ্চলের তত্বাবধানে এবং সংশ্লিষ্ট নৌ-কন্টিনজেন্ট্সমূহের ব্যবস্থাপনায় জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ এর অংশ হিসেবে সোমবার ১০ টায় বরগুনা জেলার বামনা উপজেলার আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে নৌ-বাহিনীর অভিজ্ঞ ও দক্ষ চিকিৎসক দল বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।
দিনব্যাপী আয়োজিত এ ক্যাম্পেইনে উপজেলার স্থানীয় এবং আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সী উল্লেখযোগ্য সংখ্যক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। ক্যাম্পে সাধারণ রোগের পাশাপাশি বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগীদেরও চিকিৎসা প্রদান করা হয়।

এ সময় চিকিৎসাসেবা গ্রহণকারীদের মাঝে যথেষ্ট সন্তুষ্টি ও স্বস্তি পরিলক্ষিত হয়। নৌ-বাহিনীর এই মহৎ উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে করিমন বিবি বলেন, আমরা গ্রামের মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত, নৌ-বাহিনীর এই সেবা পেয়ে আমাদের অনেক উপকার হয়েছে। বামনা সদরের বাসিন্দা খবির বলেন, আমরা অনেক গরীব। নৌ-বাহিনীর কারনে ফ্রি ডাক্তার ও ওষুধ পেয়ে আমরা অনেক খুশি, এরকম ক্যাম্প গরিবদের জন্য দরকার।
বাংলাদেশ নৌ-বাহিনীর এই ফ্রি চিকিৎসা সেবা পেয়ে খুশি এখানকার সেবা প্রার্থীরা। এমন উদ্যোগের প্রশংসা করার পাশাপাশি কার্যক্রম অব্যহত রাখার দাবী জানান সাধারণ মানুষ।