
লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় সরকার ঘোষিত নিষিদ্ধ কীটনাশক কার্বোফুরান বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে অর্ধলাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পৌরশহরের সারপট্টিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে মের্সাস রেদওয়ান ট্রের্ডাস নামে ওই ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আজিজ। এ সময় ওই
ব্যবসাপ্রতিষ্ঠান থেকে এগ্রো সিস্টেমস্ধসঢ়; লিমিটেড কোম্পানির ফ্রেশফুরান নামে ১৪০ কেজি কার্বোফুরান জব্দ করা হয়।
ইউএনও এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আজিজ বলেন, কৃষি অফিসের কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন
পৌরশহরের একটি দোকানে সরকার ঘোষিত নিষিদ্ধ কীটনাশক কার্বোফুরান বিক্রি হচ্ছে। এরপর তারা আমাকে জানালে সেখানে
ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করি। অভিযানে কীটনাশক আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমান প্রদান করেছি।
এ ছাড়া জব্দ করা হয় নিষিদ্ধ ওই কার্বোফুরান নামের কীটনাশক। সেগুলো যথাযথ প্রক্রিয়ায় ধ্বংসের জন্য কৃষি অফিসের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
অভিযানে লালমোহন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. আহসান উল্যাহ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রকিবুল হাসান নিটোল, উপ-সহকারী কৃষি কৃষি কর্মকর্তা মো. হাসনাইন তালুকদার ও আশিক দেবনাথসহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।